সূরা কোরাইশ বাংলা উচ্চারণ [সূরা কোরাইশ বাংলা অর্থ]
সূরা কোরাইশ বাংলা উচ্চারণ
بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ لِإِيلَافِ قُرَيْشٍ إِيلَافِهِمْ رِحْلَةَ الشِّتَاء وَالصَّيْفِ فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّنْ خَوْفٍ
সূরা কোরাইশ বাংলা উচ্চারণঃ
বিসমিল্লাহির রাহমানির রাহিম । ১.লিঈলা-ফি কুরইশিন্।২.ঈলা ফিহিম রিহ লাতাশশিতা ইওয়াসসাইফ।৩.ফাল্ইয়া’বুদূ রব্বাহা-যাল্ বাইতি।৪. আল্লাযি আত আ'মাহুম মিন যু'ঈ। ওয়া আমানাহুম মিন খাউফ।
সূরা কোরাইশ বাংলা অর্থঃ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়,অতি দয়ালু। 1.কোরাইশের আসক্তির কারণে,2.আসক্তির কারণে তাদের শীত ও গ্রীষ্মকালীন সফরের।3.অতএব তারা যেন এবাদত করে এই ঘরের পালনকর্তার।4.যিনি তাদেরকে ক্ষুধায় আহার দিয়েছেন এবং যুদ্ধভীতি থেকে তাদেরকে নিরাপদ করেছেন।