সূরা ফীল বাংলা উচ্চারণ। [আলাম তারা সূরা]

সূরা ফীল বাংলা উচ্চারণ। [আলাম তারা সূরা]

 

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ تَرْمِيهِم بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّأْكُولٍ

সূরা ফীল বাংলা উচ্চারণঃ

বিসমিল্লাহির রাহমানির রাহিম ।

১.আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বি-আসহাবিল ফীল।২. আলাম ইয়াজ-আল কাইদাহুম ফি তাদলীল।৩ .ওয়া-আরসালা আলাইহিম তাইরান আবাবীল। ৪.তারমিহিম বিহিজা রাতিম্মিন সিজ্জিল।৫. ফাযাআলাহুম কাআসফিম মাকূল

 

সূরা ফীল বাংলা অর্থঃ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়,অতি দয়ালু।

১.আপনি কি দেখেননি আপনার পালনকর্তা হস্তীবাহিনীর সাথে কিরূপ ব্যবহার করেছেন?২.তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেননি?৩.তিনি তাদের উপর প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখী,৪.যারা তাদের উপর পাথরের কংকর নিক্ষেপ করছিল।৫ .অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত তৃণসদৃশ করে দেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url